কুয়েতে অবস্থিত বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। কুয়েত সিটির রাজধানী হোটেলে মঙ্গলবার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও একুশে টিভির কুয়েত প্রতিনিধি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খবর গ্রুপ ব্যুরো প্রধান শেখ এহছানুল হক খোকনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবদুল লতিফ খান। বিশেষ অতিথি কাউন্সিলর ও হেড অব চ্যান্সরি এস এম মাহ্বুবুল আলম, বাংলাদেশ স্কুল পরিচালনা কমিটি চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী শহীদ ইসলাম পাপুল।
অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়ানজি, ঢাকা বিভাগীয় সমন্বয়ক বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সাদেক হোসেন, প্রকৌশলী কাজী মঞ্জুরুল আলম বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক, আজকের সূর্যোদয় কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুব, প্রবীণ সাংবাদিক মাসিক মরুলেখার সম্পাদক আবদুর রব মাওলা, সাফায়েত হোসেন পাটোয়ারী সোনালী ব্যাংক কুয়েত প্রতিনিধি, মিজানুর রহমান পিও (রাষ্ট্রদূত) বাংলাদেশ দূতাবাস কুয়েত, আল আমিন চৌধুরী স্বপন সভাপতি লেখক ফোরাম সহ অসংখ্য বিশিষ্ট জন।
সংগঠনের সহ-সভাপতি মিজান আল রহমান এর পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরাআন থেকে তেলোয়াত করেন সংগঠনের সহ সভাপতি ও এশিয়ান টিভির কুয়েত প্রতিনিধি শরফি মিজান।
সংগঠনের যুগ্ম সম্পাদক ও আরটিভি কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিন শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হয়। সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি মুলক বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দৈনিক ইয়াদের কুয়েত প্রতিনিধি আল আমিন রানা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিজান আল রহমান, আলোকচিত্র সম্পাদক জিল্লুর রহমান, আলভি বাবু, দফতর সম্পাদক এমরান শিকদার। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল লতিফ খান কাউন্সিলার (শ্রম) বাংলাদেশ দূতাবাস কুয়েত তিনি বিভিন্ন বিষয় তুলে ধরে মূল বক্তব্যে বিশেষ করে প্রবাসে দেশের ভাবমূর্র্তির দিকে লক্ষ্য রেখে সাংবাদিকতা করার আহ্বান জানান।
সমাপনী বক্তব্যে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। কুয়েত প্রবাসীদের প্রতি আহ্বান জানান তাদের সংগঠনের কোন্দলে সাংবাদিকদের না জড়িয়ে স্বাধীনভাবে কাজ করার জন্য সাংবাদিকদের সুযোগ দেয়ার। ইফতার পূর্বে মাসিক আল হুদা সম্পাদক মাওলানা মামুনুর রশিদ দেশ ও জাতীর কল্যাণে বিশেষ দোয়া করেন।
বিডি-প্রতিদিন/ ১৬ জুলাই, ২০১৫/ রশিদা