চট্টগ্রামে অনুষ্ঠিত শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের ট্রফি চ্যাম্পিয়ন হওয়ায় চট্টগ্রাম আবাহনীকে অভিনন্দন জানিয়ে বিজয় উদযাপন করেছে সংযুক্ত আরব আমিরাতের চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠী। রবিবার রাতে আমিরাতের রাজধানী আবুধাবীস্থ একটি হোটেলে কেক কেটে বিজয় উদযাপন করে তারা।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক এস এম রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব বেলায়েত হোসেন হিরোর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম আবাহনী সমর্থক গোষ্ঠি ইউএই'র প্রধান উপদেষ্টা মোহাম্মদ ছালেহ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুধাবী বাংলাদেশ স্কুল এণ্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, জনতা ব্যাংক ইউএই'র মহা ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাঈল হোসেন, বিমানের রিজিওনাল ম্যানেজার ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মইনুদ্দীন ও খোরশেদ আলম।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘চট্টগ্রাম আবাহনীর উদ্যোগে শিগগিরই আরব আমিরাতে একটি অনূর্ধ্ব ১৪ ফুটবল ক্লাব কাপ টুর্নামেন্ট আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এ ব্যাপারে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে দেশ থেকে ক্লাবের একটি টিম ইউএই সফর করবে।’
সফল টুর্নামেন্ট উপহার দেয়ার জন্য এসময় প্রধান অতিথি ও ইউএই সমর্থক গোষ্ঠী টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও চট্টগ্রাম আবাহনীর মহাসচিব সংসদ সদস্য সামশুল হক, কমিটির প্রধান সমন্বয়ক তরফদার রুহুল আমিন ও এম এ লতিফ এমপিকে ধন্যবাদ জানান। পরে কেক কেটে বিজয় উদযাপন ও আনন্দ-উল্লাসে ফেটে পড়েন সবাই|
বিডি-প্রতিদিন/ ০২ নভেম্বর, ২০১৫/ রশিদা