সৌদি আরবের রাজধানী রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদে (ইংরেজী মাধ্যম) অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি মেলা। শনিবার অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।
বয়েজ, গার্লস এবং এলিমেন্টারি গ্রুপ বিভক্ত হয়ে বিজ্ঞান শিল্প ও সংস্কৃতি বিষয়ে প্রায় চারশ' প্রকল্প উপস্থাপন করা হয় এই মেলায়। স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার, ভারপ্রাপ্ত প্রিন্সিপ্যাল বজলুর রশিদ, কমিউনিটি নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক অভিবাবক মেলায় উপস্থিত ছিলেন।
মেলায় সেরা প্রকল্প উপস্থাপনাকারী শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন স্কুল পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল বাশার।
প্রকল্প পরিদর্শন শেষে রাষ্ট্রদূত গোলাম মসিহ সাংবাদিকদের বলেন, ছেলে-মেয়েদের প্রকল্প উপস্থাপন দেখে আমি অভিভূত। দূতাবাস সময় তাদের সঙ্গে ছিল এবং আগামীতেও স্কুলকে সব ধরনের সহযোগিতা দিবে।
উল্লেখ্য, এর আগে ২০০৮ সালে বিজ্ঞান, শিল্প ও সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর মেলার আয়োজন দেখে আনন্দিত দর্শনার্থীরা।
বিডি-প্রতিদিন/ ০৬ ডিসেম্বর, ২০১৫/ রশিদা