‘অনেক প্রতিকূলতা সত্বেও ইতিমধ্যে সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করেছে। আর এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ববাসীকে একটা বার্তা দিচ্ছে বাঙ্গালি জাতি মাথা নত করে না।’
শুক্রবার রাতে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর স্থানীয় একটি হোটেলে ‘বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভিশন-২০২১ বাস্তবায়নে প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন। আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদ এ আলোচনা সভায় আয়োজন করে।
সংগঠনের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রামের সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ ইমরান।
সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সরকারের সাফল্য অনেক। দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুর্ণ হয়ে বিদেশেও রফতানি করছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, জিডিপেতে অনেক দূর এগিয়ে গেছে। তাই দেশ-বিদেশে নিজেদের সাফল্যের কথা তুলে ধরে বিশ্বের বুকে দেশের ইমেজ সুদৃঢ় করতে হবে’।
সংগঠনের সাধারণ সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ওমান চট্টগ্রাম সমিতির সভাপতি মুহাম্মদ ইয়াছিন, শওকত আকবর প্রমুখ। এসময় আমিরাতে বাংলাদেশি পতাকাবাহী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরীকে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
বিডি-প্রতিদিন/২৩ জানুয়ারি, ২০১৬/মাহবুব