আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবিবার সন্ধ্যায় সৌদি আরবের রাজধানী রিয়াদের কোকোপাম হলরুমে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে রিয়াদ, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বাংলা মাধ্যমের শিক্ষক আহম্মেদ করিম ইমনের সঞ্চালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা এম এম ওমর ফারুক।
ফোরামের সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা প্রকোশলী আফসারুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের উপদেষ্টা সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী নবী খান, ফোরামের পৃষ্ঠপোষক মাঈন উদ্দিন চৌধুরী, পৃষ্ঠপোষক আবুল কাশেম প্রমুখ।
সেমিনারে "রক্তের আকরে লেখা আমার প্রিয় বর্ণমালা" শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রভাষক মুহাম্মদ দিলওয়ার হসাইন।
সেমিনারে উপস্থিত ছিলেন,সৌদি আরব প্রবাসী অনলাইন এক্টিভিস্ট ফোরামের উপদেষ্টা আসাদুজ জামান ভুঁইঞা ইলিয়াস, ফেনী ফোরামের পৃষ্ঠপোষক শফিকুল ইসলাম বিপ্লব, ফোরামের সহ সভাপতি নাছির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শিমুল, অর্থ সম্পাদক জহির উদ্দিন মনির, সহ দপ্তর সম্পাদক মোহন খান, সহ সমাজ কল্যান সম্পাদক নুরুল আফসার রাসেল, প্রচার সম্পাদক মোবারক হোসেন শাহিন, সহ প্রচার সম্পাদক মহি উদ্দিন মহি, সদস্য আরিফুর রহমান, ব্যবসায়ী নুরুল আলম ফরাজিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেমিনারে মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।
বিডি-প্রতিদিন/ ২২ ফেব্রুয়ারি, ২০১৬/ রশিদা