অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্যান এশিয়া হোটেলে ৭ মার্চ বিকালে “বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ চির অম্লান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রবাসী বাঙালিদের এই সভার আয়োজক অস্ট্রিয়া আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম। পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, অস্ট্রিয়া প্রবাসী, মানবাধিকার কর্মী, লেখক এবং সাংবাদিক এম নজরুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ অস্ট্রিয়া ইউনিট কমান্ডের কমান্ডার বায়েজিদ মীর, অস্ট্রিয়া আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান শ্যামল, বখতিয়ার রানা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান, সিরাজ চৌধুরী, আলী হোসেন, মনিরউদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৬/ রশিদা