বাংলাদেশ দূতাবাস কুয়েতে যথাযোগ্য উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে বাংলা নববর্ষ। বৃহস্পতিবার দিবসটি পালন উপলক্ষ্যে দূতাবাস মালটিপারপাস হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথম সচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চার্য দ্য অ্যাফেয়ার্স কাউন্সিলর এস এম মাহবুবুল আলম। কুয়েত প্রবাসী স্থানীয় শিল্পীদের একক ও সমবেত সংগীত, নৃত্য, বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প প্রদর্শনী প্রবাসীদের মাঝে আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে আশরাফুল, আমজাদ, ফাতেমা, কেয়া, নেহাসহ আরও অনেকে। এতে উন্মুক্ত আলোচনায় প্রবাসীরা সংক্ষিপ্ত আলোচনা করেন ও অনেকে কবিতা আবৃত্তি করেন।
বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের চার্য দ্য অ্যাফেয়ার্স কাউন্সিলর এস এম মাহবুবুল আলম বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন প্রবাসে বাংলা নববর্ষ উদযাপনের মাধ্যমে বাংলা শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যে প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল নাছিমুল গণি, কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, সোনালী ব্যাংক প্রতিনিধি সাফায়েত হোসেন পাটোয়ারীসহ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী ও অসংখ্য প্রবাসী বাংলাদেশি স্থানীয় ব্যবসায়ী নেতাসহ গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ১৬ এপ্রিল, ২০১৬/ রশিদা