সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ষবরণ উদযাপন করেছে আজমানস্থ বাংলাদেশ সাংস্কৃতিক গোষ্ঠী। সংগঠনের উদ্যোগে দুবাইরে মামজার বিচ পার্কে আয়োজিত উৎসবে সপরিবারে অংশগ্রহণ করেন কয়েকশ' আজমান প্রবাসী বাংলাদেশি। বৃষ্টিজনিত কারণে সকালে বৈরি পরিবশে থাকলেও বেলা বাড়ার সঙ্গে চকচকে রোদ উৎসবে আগত প্রবাসীদের মনে প্রাণের সঞ্চার ঘটায়। শিশুদের বৈশাখী শাড়ি আর প্রাপ্ত বয়স্কদের লাল-সাদা পোশাকের সাজ দেখে মনে হয় মামজার পার্ক যেন দৃশ্যমান রমনা বটমূল। শুরু থেকেই চলে আগত অতিথিদের পান্তা-ইলিশের সঙ্গে হরেক পদে ভর্তা পরিবেশন।
উৎসব আয়োজনে সবার সরব অংশগ্রহণ নিশ্চিত করতে পান্তা-ইলিশ ও রকমারি ভর্তা প্রদর্শন ছাড়াও ছিল বিভিন্ন খেলাধূলার প্রতিযোগিতা। ছোটদের বৈশাখের সাজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে আয়াত, ওমাইমা, হুমাইরা। বিশেষ আকর্ষণ ছিল নারীদের পিলো পাসিং খেলায়। এছাড়া বড়-ছোট ছেলে-মেয়েদের দৌড়, যুবকদের মোরগ লড়াই, বয়স্ককদের হাড়ি ভাঙা প্রতিযোগিতা সবার দৃষ্টি কাড়ে।
সবশেষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী পর্ব। এসময় র্যাফেল ড্র প্রতিযোগিতায় বিজয়ী হয় যথাক্রমে ফজলুর রহমান, নুরুল ইসলাম মুক্তি ও মোফাজল। বিজয়ীদের পুরস্কার প্রদান করে আল ফরিদ ট্রাভেলস এলএলসি'র পক্ষ থেকে মোহাম্মদ ফরিদ হোসাইন ও আসফিকুর রহমান উজ্জল। পুরস্কার বিতরণী পর্বে মেলা উদযাপন কমিটির আহবায়ক আবু তাহের মোহাম্মদ কামরুজজামানের সভাপতিত্বে ও মিরাজুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হুমায়ন কবির, ফরিদ হোসেন, এম আজিজুল হক বোরহান, আজাহার আলী, মিঠু, মুকতি, সালাউদ্দিন, ইউছুপ, আলিম, শাহ আলম, লিংকন ও মনির প্রমুখ
বিডি-প্রতিদিন/১৬ এপ্রিল, ২০১৬/মাহবুব