ডেনমার্কের কোপেনহেগেন শহরে ডেনমার্ক আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি জনাব মোহাম্মদ আলী মোল্লা লিংকন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ড. বিদ্যুত বড়ুয়া আলোচনা সভা পরিচালনা করেন।
এসময় বক্তারা বলেন, এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দেন। তাঁর নির্দেশ অনুযায়ী শুরু হয় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ যুদ্ধ।
১৭ এপ্রিল স্বাধীন বাংলাদেশ সরকারের শপথ গ্রহণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। আমাদের স্বপ্নের স্বাধীন বাংলাদেশ বিনির্মানে নির্বাচিত জন প্রতিনিধিদের মাধ্যমে দেশের আগামী দিনের প্রত্যাশিত দিক-নির্দেশনা, সাংবিধানিক এবং যৌক্তিক অধিকার রক্ষার জন্য মুজিবনগর সরকার গঠন করা তৎকালীন সময়ে অপরিহার্য ছিল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ সভাপতি আরিফ খালেক, ইকবাল মিঠু, জামাল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, সামি দাশ, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মানজুর লিমন, মোতালেব ভুইয়া, বোরহান উদ্দিন, হিল্লোল বড়ুয়া, ডেনমার্ক যুবলীগ এর সভাপতি জামিল আখতার কামরুল, ডেনমার্ক ছাত্রলীগ এর সভাপতি ইফতেখার সম্রাট, হুমায়ুন কবির নিরু সহ আরো অনেকে।
সভায় আরো উপস্থিত ছিলেন, কাওসার আহমেদ সুমন, কবির আহমেদ, মোহাম্মদ ইউসুফ, ফাহমিদ আল মাহিদ, আমির হোসেন, রেজাউল করিম, আবদুল্লাহ আল জাহিদ, খাদিজা খাতুন মিনি, ফয়সাল আহমেদ, কিশোর দেবনাথ, মাহফুজুর রহমান সহ অনেকে।
বিডি-প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৬/ হিমেল-১৪