দীর্ঘ চার বছর ধরে বাংলাদেশিদের জন্যে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ থাকায় ব্যবসায়ে মন্দা সময় পার করছেন আমিরাতের অবস্থানরত প্রবাসী ব্যবসায়ীরা। নতুন ভিসা বন্ধ ও শ্রমিকদের অন্যত্র মালিক পরিবর্তন করতে না পারায় বিপাকে উদ্যোক্তারা। ব্যবসায়ের এ মন্দা পরিস্থিতি কাটিয়ে উঠতে দ্রুত ভিসা জটিলতা অবসানের লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি করেছেন আমিরাত প্রবাসী ব্যবসায়ীরা।
গতকাল আমিরাতের শারজাহ আবু সাকারায় বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান রাওয়াইয়া আল ফান ট্রেনিং এলএলসি প্রতিষ্ঠানের উদ্বোধন পূর্বে এমন দাবি করেন তারা।
প্রতিষ্ঠানের কর্ণধার মনির হোসেন বলেন, আরব আমিরাতে বাংলাদেশি পোশাকের ব্যাপক চাহিদা মাথায় রেখে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু করেছে। রাওয়াইয়া আল ফান ট্রেনিং এর মাধ্যমে দেশীয় উৎপাদিত পণ্যের বিশ্ববাজারে প্রসার ঘটানো সম্ভব। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি প্রবাসে বাংলাদেশিদের কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যাপক ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি। আমিরাতে বাংলাদেশের শ্রমবাজার খুলে দেয়ার লক্ষ্যে দু’দেশের কুটনৈতিক তৎপরতা আরো বাড়ানোর আহ্বানও জানান তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সোহেল রানা, জাহাঙ্গীর আলম, দেলোয়ার হোসেন বাবুলসহ শারজাহস্থ বেশ কয়েকজন প্রবাসী ব্যবসায়ী।
বিডি-প্রতিদিন/ ০৮ মে, ২০১৬/ আফরোজ