এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার বিদেশ কেন্দ্র থেকে ৯৩ দশমিক ৫৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
বিদেশের সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৪৮ জন শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে থেকে উত্তীর্ণ হয়েছেন ২৩২ জন, জিপিএ-৫ পেয়েছেন ৫৩ জন।
গত বছর বিদেশ কেন্দ্র থেকে ৮৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। সে হিসেবে বিদেশ কেন্দ্রে এবার পাসের হার বেড়েছে ৩ দশমিক ৬২ শতাংশ।
বিদেশের কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া সাতটি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ