জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষে স্পেন আওয়ামী লীগ এক আলোচনা সভার আয়োজন করেছে। স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জন্য এম এ গনি। বিশেষ অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক শামীম হক। আরও উপস্থিত ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক মুজিবর রহমান, পর্তুগাল আওয়ামী লীগের সাবেক সভাপতি রাফিক উল্লাহ, ডেনমার্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
এছাড়া ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, পর্তুগাল আওয়ামী লীগের সহ-সভাপতি মহসিন উদ্দিন ভূঁইয়া, স্পেনের জাকির হোসেন, রিজভী আলম, হাসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ ২১ আগস্ট, ২০১৬/ আফরোজ