সোমবার কুয়েতে পালিত হবে পবিত্র ঈদুল আযহা। ঈদকে ঘিরে জমে উঠেছে কুয়েতের বিভিন্ন পশুর হাট। কুয়েতে ওফরা, ছেবদি, কাব্দ ও সুয়েখসহ আরও কিছু স্থানে কোরবানির পশুর হাট জমে উঠেছে। কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় বিক্রেতা বেশিরভাগ বাংলাদেশি কর্মী। একটি পশুর জন্য একাধিক ক্রেতা থাকলে ডাক তোলা হচ্ছে। আর যিনি বেশি মূল্য তুলেন তিনিই পছন্দের পশুটি ক্রয় করেন।
এরই মধ্যে অনেক প্রবাসী দেশে চলে গেছেন, আর যারা বিভিন্ন কারনে দেশে যেতে পারেননি তাদের অনেকে কয়েকটি পরিবার মিলে গরু অথবা উট কিনছেন, আর ব্যাচেলার অনেকে মিলে গরু কিনলেও বেশীর ভাগ দোম্বা অথবা ছাগল কিনেছেন।
কুয়েতে যত্রতত্র পশু জবাই করা নিষেধ করা হয়েছে। কুয়েত সরকারের ব্যবস্থাপনায় একটি নির্দিষ্ট স্থানে কোরবানি করে মাংশ বাসায় নিয়ে যাবেন ক্রেতারা। জবাই করার পূর্বে প্রতিটি পশুর স্বাস্থ্য পরীক্ষা করে খাওয়ার উপযুক্ত হলেই জবাই করার অনুমতি দেন কর্তৃপক্ষ।
এদিকে সাধ্য মত পছন্দের উট, গরু, ছাগল, কিংবা দোম্বা কিনে রিসিট নিয়ে আসছেন অনেক প্রবাসী। এই বেচাকেনার ভিড় থাকবে ঈদের আগের দিন মধ্যরাত পর্যন্ত।
বিডি প্রতিদিন/১০ সেপ্টেম্বর ২০১৬/হিমেল-১৪