বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ'র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুয়েত বিএনপি। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ আশরাফ উদ্দিন। সঞ্চালনায় ছিলেন যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ও আবুল হাসেম এনাম।
মরহুমের জীবনী ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়ে বক্তব্য রাখেন সহ সভাপতি মাষ্টার নুরুল ইসলাম, শোয়েব আহমেদ, মাইন উদ্দীন, আল আমিন চৌধুরী স্বপন, নাছের মুর্তজা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, আ ন ম তোহা মিলন, কোরআন প্রশিক্ষণ কেন্দ্রের নব নির্বাচিত সভাপতি আবদুর রব সরদার, মমিন উল্লাহ পাটোয়ারী, জাফর ইকবাল পলাশ, শফি উল্লাহ লিটন প্রমুখ। উক্ত সভায় কুয়েত বিএনপি ও সহযোগি সংগঠন ও আঞ্চলিক শাখার অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দেশ, জাতি, বিশ্ব উম্মাহ শান্তি কামনায় বিশেষ মোনাজাত করেন ওলামা দলের সভাপতি মাওলানা নুরুন নবী।
বিডি-প্রতিদিন/ ০৯ অক্টোবর, ২০১৬/ আফরোজ