হারানো দিনের স্মৃতি হাতড়ানো, পুরনো সহপাঠীদের খুঁজে ফেরা আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে কানাডার টরন্টোতে বসবাসরত চট্টগ্রাম কলেজের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার সন্ধ্যায় ৯ ডজ রোডের রয়্যাল কানাডীয়ান লিজিয়ন হলের অডিটরিয়ামে পরিবারের সদস্যদের নিয়ে সমবেত হন চট্টগ্রাম কলেজের বিপুল সংখ্যক সাবেক শিক্ষার্থী। চট্টগ্রাম কলেজ এলামনাই এসোসিয়েশন অব কানাডা এই মিলনমেলার আয়োজন করে।
কানাডা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। নাসিমা খানম নীলুর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আওরঙ্গজেব চৌধুরী।
আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান শুরু হলেও পুরো অনুষ্ঠানটি মঞ্চ নির্ভর ছিল না, বরং দর্শক শ্রোতা নির্ভর ছিল। নানা ধরনের প্রতিযোগিতা এবং পরিবেশনায় দর্শক শ্রোতাদের অংশগ্রহণমূলককে গুরুত্ব দেওয়ায় অনুষ্ঠানটি ভিন্নরকমের আবেদন তৈরি করে। চট্টগ্রাম কলেজে অধ্যায়নকালীন স্মৃতি নিয়ে কথা বলেন কামরুল আলম, শওকত হোসেন, কাজী জহির উদ্দিন প্রমুখ।
এছাড়া, স্থানীয় এবং অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সমবেত দর্শক-শ্রোতাদের মন কাড়ে।
বিডি-প্রতিদিন/০৭ নভেম্বর, ২০১৬/মাহবুব