বাংলাদেশ জাতীয় সংসদে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মাহজাবিন খালেদ এমপি জাতিসংঘে নিরাপত্তা পরিষদে 'পানি, শান্তি ও নিরাপত্তা'র উপর এক উন্মুক্ত বিতর্কে (ওপেন ডিবেট) অংশগ্রহণ করেন। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এ বিতর্কে অংশ নিয়ে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, ‘পানিকে আমরা আমাদের অর্থনীতি, পরিবেশ, প্রতিবেশ এবং সংস্কৃতির একটি অত্যাবশ্যক ও টেকসই শক্তি বলে মনে করি। জলবায়ু পরিবর্তনের হুমকির মুখে দাঁড়িয়ে নদীবাহিত নিম্ন ব-দ্বীপের দেশ হিসেবে আমরা সর্বদাই সুপেয় পানির সহজ লভ্যতার চ্যালেঞ্জের মধ্যে রয়েছি। বিশেষ করে খরা মৌসুমে এটি আমাদের জন্য বড় একটি সংকট।’
মাহজাবিন খালেদ আরও বলেন, ‘এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমানে আমাদের দেশের ৯৮% মানুষ নিরাপদ পানি এবং ৬৫% এর বেশি মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধা পাচ্ছে।’
আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য 'বুদাপেস্ট ওয়াটার সামিট ২০১৬'-তে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করবেন যেখানে পানি সম্পদের কার্যকর পরিচালন পদ্ধতি ও ব্যবস্থাপনা, স্বল্প পানি ব্যবহার উপযোগী প্রযুক্তি ও শস্যের সমব্যবহার নিশ্চিত করা এবং অভিন্ন নদী অববাহিকার সমন্বিত ব্যবস্থাপনা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ভূমিকা রাখবে মর্মে এমপি মাহজাবিন তার বক্তব্যে তুলে ধরেন।
সম্প্রতি মরক্কোর মারাকাসে কপ-২২ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী পানি সম্পদের গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তি হস্তান্তরের জন্য এসডিজি-৬ এর আওতায় পানিবিষয়ক একটি বিশেষ বৈশ্বিক তহবিল গঠনের কথা বলেছেন মর্মে এমপি মাহজাবিন নিরাপত্তা পরিষদে তার দেওয়া বক্তব্যে উল্লেখ করেন।
পানিসম্পদ জাতিসংঘের শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং উন্নয়নমূলক কাজের তিনটি স্তম্ভের জন্য গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন মাহজাবিন। সমগ্র মানবতার জন্য একটি 'পানি নিরাপদ বিশ্ব' গড়ে তুলতে বাংলাদেশ সর্বদাই আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোন প্রচেষ্টায় সামনে থেকে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ মর্মে এমপি মাহজাবিন প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সংসদ সদস্য মাহজাবিন খালেদ জাতিসংঘের চলতি ৭১তম অধিবেশনের বিভিন্ন কমিটির কার্যক্রমে অংশগ্রহণ উপলক্ষে সরকারি সফরে নিউইয়র্কে অবস্থান করছেন।
বিডি-প্রতিদিন/ ২৩ নভেম্বর, ২০১৬/ আফরোজ-০৮