২০১৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিতে এখন থেকে নিজ নিজ এলাকায় গণসংযোগ শুরুর সংকল্প ব্যক্ত করলো নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ।
রবিববার সন্ধ্যায় জ্যাকসন হাইটে 'ইত্যাদি গার্ডেন ও গ্রীল' পার্টি হলে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানেই এ সংকল্প ব্যক্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদ।
জাকারিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে চলমান উন্নয়ন- অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থেই শেখ হাসিনাকে আরও দীর্ঘ সময় প্রধানমন্ত্রী রাখতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি ক্ষমতায় গেলে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। যুক্তরাষ্ট্র আওয়ামী পরিবারের সকলকে এক পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ইমেজ সমুন্নত রাখার লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। মুজিব আদর্শে উজ্জীবিত প্রবাসীকে আওয়ামী লীগের পতাকাতলে একিভূত করতেও সাংগঠনিক কার্যক্রম জোরদারের বিকল্প নেই।
এ সভায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপনে বিস্তারিত প্রস্তুতি গ্রহণের কথা বলা হয়। কার্যকরী কমিটির সকল সদস্য ঐক্যমতের ভিত্তিতে ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী ও সাধারণ সম্পাদক ইমদাদুর রহমান চৌধুরী ইমদাদকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিস্তারিত কর্মসূচি প্রণয়নের দায়িত্ব অর্পণ করেন।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক প্রস্তাব উত্থাপন করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী এবং প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
সভায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের দুই তৃতীয়াংশ সদস্য ও সকল ব্যুরো ও ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/৩১ জানুয়ারি, ২০১৭/ফারজানা