প্রবাসী চাঁদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জম্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়। শুক্রবার স্থানীয় সময় রাত ৯টায় রিয়াদের ঢাকা হোটেলের হল-রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কাউছার খাঁন। সুমন আহমেদ খাঁনের পরিচালনায় ও রফিক পাটোয়ারীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহাম্মদ ইউসুফ খাঁন।
বিশেষ অতিথি ছিলেন রিয়াদ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিমন্ডলীর সদস্য এম. মুনিরুল ইসলাম, ফয়েজ উদ্দীন লাভলু, শাওন মহসীন খাঁন, মাজহারুল ইসলাম রুবেল ও হাজী জসীম উদ্দীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাইফুল্লাহ নাহিদ শাহ, তোফায়েল আহমেদ, সাইফুল ইসলাম দূর্গাপুর, সেলিম খাঁন, সুমন পাটোয়ারী, আনু মিয়াজী, মো. আসাদ, মাসুদ রানা, আশরাফ জিতু, দুলাল খাঁন, কাশেম প্রধান, ইয়ার আলী প্রধান, শাহ ইউনুস দিদার, জুয়েল ইসলাম প্রমুখ।
জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন মহিউদ্দীন ইসলাম। এরপর জাতির জনকের ৯৮তম জম্মদিনের কেক কাটা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার