প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে অনাড়ম্বর দোয়া মাহফিল ও আলোচনা সভা করা হয়েছে। বৃহস্পতিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে নিউ মেজবান পার্টি হলে এ আয়োজন করা হয়।
শেখ হাসিনার সুস্বাস্থ্য কামনায় মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা আশরাফুল ইসলাম। এতে সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মী অংশ নেন। রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশের বন্যাপীড়িত মানুষদের দুর্দশার কথা বিবেচনা করে জন্মদিনের আড়ম্বরতা পরিহার করা হয়। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার সরকার শীর্ষক আলোচনার বক্তব্য দেন এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক নিজাম চৌধুরী।
সঞ্চালনা করেন হোস্ট সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসিব মামুন। নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসারত আলী, মাহবুবুর রহমান, শামসুদ্দিন আজাদ, আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবুল মনসুর খান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, প্রবাসী কল্যাণ সম্পাদক সোলায়মান আলী, উপ-দপ্তর সম্পাদক এম এ মালেক, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মোর্শেদা জামান, মহিলা আওয়ামী লীগ নেত্রী মমতাজ শাহনাজ, মিসেস আজাদ, আওয়ামী লীগ নেতা খসরু, নূরল আমিন প্রমুখ।
বিডি প্রতিদিন/২৮ সেপ্টেম্বর, ২০১৭/ফারজানা