ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে মাদ্রিদে ঢাকা ফ্রুতাসের একযুগ পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশি মালিকানাধীন সর্ববৃহৎ প্রতিষ্ঠানের সকল সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করায় গত ৭ জানুয়ারী লাভাপিয়েস কেন্দ্রিক স্থানীয় কারি হাউস রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ফ্রুতাসের কর্নধার আল আমিন মিয়া। অপর কর্নধার শাহ আলম ও তামিম ইকবালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সহ-সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, নুরহোসেন পাটোয়ারী, গ্রেটার ঢাকা এসোসিয়েশনের সভাপতি সোহেল ভূইয়া, মোরশেদ আলম, খলিলুর রহমান, আব্দুর রাজ্জাক, হারুন আল রশীদ, আহসান হাবীব, সাঈদ আনোয়ারসহ আরও অনেকে।
এসময় বাংলাদেশ এসোসিয়েশনের আসন্ন নির্বাচনে তারেক-আল আমিন-সুন্দর পরিষদকে ভোট দেয়ার আহবান জানানো হয়। পরে লটারি ড্র, পুরস্কার বিতরণী ও নৈশভোজের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিডি প্রতিদিন/হিমেল