আনন্দঘন আয়োজনে ভার্জিনিয়ার লরেলহীল এলিমেন্টারি স্কুল অডিটরিয়ামে গত শনিবার অনুষ্ঠিত হয়েছে 'ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি'র "পিঠা উৎসব"।
প্রবাসে যারা বসবাস করে, তারা সবাই দেশের ফেলে আসা সময়, সাহিত্য-সংস্কৃতি, কৃষ্টি-ঐতিহ্য মিস করে। প্রবাসের যেসব জায়গায় বাঙালিরা বসতি গড়ে তুলেছে, সেখানে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও গড়ে তুলেছে আত্মার তাগিদে। স্বদেশ প্রেমের গভীর অনুভূতি নিয়ে বছর জুড়ে আয়োজন করছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। প্রাণের উচ্ছাস নিয়ে তেমনি একটি আয়োজন ছিল ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি'র এই ঐতিহ্যবাহী পিঠা উৎসব।
পিঠা উৎসবে নানা পিঠা পায়েসের পাশাপাশি ছিল অন্যান্য মুখোরচক খাবারের আয়োজন, ছিল স্বদেশী পোশাক এবং জুয়ালারির স্টল। এ ছাড়া সারা সন্ধ্যা জুড়ে ছিল আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবেশনা। উপস্থাপনায় ছিলেন ওয়াশিংটনের সবার পরিচিত মুখ শতরুপা বড়ুয়া এবং শিব্বীর আহমেদ।
সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে ছিল- একক সঙ্গীত, দলীয় সঙ্গীত, নৃত্যের ছন্দ, ছিল নিউ ইয়র্ক ও স্থানীয় শিল্পীসহ বাংলাদেশ থেকে আসা অতিথি শিল্পীদের (জনপ্রিয় সঙ্গীত শিল্পী হৃদয় খান ও সায়েরা রেজা) সঙ্গীত পরিবেশনা।
উল্লেখ্য, অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে আরও ছিল স্থানীয় শিশু-কিশোর ও তরুণ-তরুণীদের চমৎকার নৃত্য পরিবেশনা। ছিল বর্ণমালা ও তা থৈ-এর সুন্দর পরিবেশনা। রোকেয়া হাসির চমৎকার একক নৃত্য পরিবেশনা এবং 'হৃদয়বীণা'র বিশেষ পরিবেশনা 'চোখের আলোয়'। অংশগ্রহণে সোমা বোস, রুমা ভৌমিক, মিজানুর রহমান খান, মোহম্মদ মজিদ এবং প্রিয়াংকা বোস।
অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন- ফেয়াফ্যাক্স কাউন্টির কমনওয়েলথ সম্মানিত এর্টনি জেনারেল রে মরোহ এবং বিশেষ অতিথি ছিলেন ডেমোক্রেট নেতা ড্যান হেলমার, হিউম্যান রাইটস এর্টনি ও ডেমোক্রেট দলীয় নেত্রী ইয়াসমিন তায়েব, ফোবানা কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি জাকারিয়া চৌধুরী, এবারের ফোবানা সম্মেলনের হোস্ট কমিটি নিউ ইয়র্কের "ড্রামা সার্কেল"-এর পক্ষ থেকে সদস্য সচিব আবীর আলমগীর এবং সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজ আহমেদ। অনুষ্ঠান আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন আক্তার হোসাইন, শিব্বীর আহমেদ, বোরহান আহমেদ এবং মোস্তাফা মুকুল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন