বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সিঙ্গাপুর শাখা।
রবিবার সন্ধ্যায় মোস্তফা প্লাজা হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জে পি তালাস।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবিনী অবলম্বনে পাঠ চক্র বিষয়ক আলোচনা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিরতণ ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সিঙ্গাপুর শাখার সভাপতি সালাউদ্দিন রানা তন্ময়। বিশেষ অতিথি ছিলেন সিঙ্গাপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো আলমগীর হোসেন, উপ দপ্তর সম্পাদক রাসেল রানা, যুবলীগ সভাপতি মোঃ আলামিন।
উপস্থিত ছিলেন সিঙ্গাপুর ছাত্রলীগের সহ সভাপতি বিজয় বিমল, যুগ্ম সাধারণ সম্পাদক আরফিন আরিফ, আল আল আমিন, সাংঠনিক সম্পাদক মিল্টন আহামেদ, জুয়েল, হাবীব, মাসুম, মোঃ ওয়াসিম আকরাম, মোঃ তানভীর ইসলাম তন্ময়, মোঃ সুমন হাওদারসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন সানি, শাহিন, সোহাগ, লিটন, উল্লাহ আশিক, মাসুম গাজী, কাজী ইমাম আজম হৃদয়, মোঃ রবেল মিয়া জন, মোর্শেদ মোবাইদুল ইমন, ইশতিয়াক আশরাফ, সজিব খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন