ইতালির রোমে বৃহৎ পরিসরে শ্রী শ্রী সার্বজনীন হিন্দু পূজা মন্দিরের উদ্বোধন করা হয়েছে। রোমের তরপিনাতারা ভিয়া গুইদা কোরা-২১ এ মন্দির স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক কাউন্সিলর মানস মিত্র। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব রাজীব ত্রিপুরা।
হিন্দু পূজা মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জিব দেবনাথের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক নোবেল শাহ ও সাংগঠনিক সম্পাদক প্রশান্ত রায়ের যৌথ পরিচালনায় রোমের অবস্থিত ইন্ডিয়া, ইতালি,বাংলাদেশী বিভিন্ন মন্দিরের পরিচালকবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলা প্রেস ক্লাব ইতালির সভাপতি খান রিপন, সাধারন সম্পাদক রিয়াজ হোসেন ‘সাংগঠনিক সম্পাদক শিমুল রহমানসহ আরও অনেকে।
মন্দিরের উদ্বোধনী দিনে শুরুতে দেবগৃহ যজ্ঞ, ঘট স্থাপন, হোম যজ্ঞ, গীতা যজ্ঞ, মঙ্গল প্রদীপ প্রজ্জলন,পুষ্প অভিষেক, তুলসী আরতি, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার