সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক আয়োজিত উত্তর আমেরিকা কমিউনিটি সম্মেলনে অংশ নিয়েছে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের বৃহত্তম অনলাইন প্ল্যাটফরম বাংলাদেশি কানাডিয়ান-কানাডিয়ান (বিসিসিবি)।
পুরো উত্তর আমেরিকা থেকে বাছাই করে ৪০০ প্রতিনিধিকে এই সম্মেলনে আমন্ত্রণ জানায় ফেসবুক। বাংলাদেশিদের সংগঠন বিসিসিবিও এতে আমন্ত্রিত হয়।
সানফ্রান্সিসকোতে ফেসবুকের সদর দফতরে অনুষ্ঠিত এই কমিউনিটি সম্মেলনে বিসিসিবির প্রেসিডেন্ট রিমন মাহমুদ কানাডায় বসবাসরত বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করেন। বিসিসিবি স্পোর্টস-এর প্রেসিডেন্ট নাদিয়া হাসান, আসাদ জামান, তাজিন লিসা আসাদ প্রমুখ বিসিসিবির প্রতিনিধি হিসেবে এই সম্মেলনে অংশ নেন।
ফেসবুকের কমিউনিটি সম্মেলনে অংশ নিয়ে বিসিসিবির প্রেসিডেন্ট রিমন মাহমুদ বলেন, ফেসবুকের মতো বড় মাপের একটি প্রতিষ্ঠান বাংলাদেশিদের একটি প্লাটফরমকে স্বীকৃতি দিয়ে বাংলাদেশকেই সম্মান জানিয়েছে।
তিনি আরও বলেন, বিসিসিবি কানাডায় বাংলাদেশকে তুলে ধরে কানাডায় বসবাসরত বাংলাদেশিদের স্বার্থ নিয়ে কাজ করে। কমিউনিটিতে বিপুল জনপ্রিয় হয়ে উঠা সংগঠনটি ফেসবুকের সম্মেলনে আমন্ত্রিত হ্ওয়ার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের উপস্থিতি জানান দিতে সক্ষম হয়েছে।
রিমন মাহমুদ বিসিসিবির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিপুল সংখ্যক সদস্যের সক্রিয় সহযোগিতাই বিসিসিবিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সম্মানের আসনে নিয়ে গেছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম