প্রতিবছরের ন্যায় এবারও কাতার জুড়ে বিভিন্ন খেলাধুলা আনন্দ আয়োজনে মধ্য দিয়ে কাতারের জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করেছে দেশটির নাগরিক ও প্রবাসীরা। ২০২২ বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। সম্প্রতি এএফসি এশিয়া কাপে জাপানকে হারিয়ে কাতারের শিরোপা জয় এবারের ক্রিড়া দিবসটিতে নতুন মাত্রায় যোগ করেছে।
সরকারি ছুটি থাকায় বিভিন্ন ক্যাম্প, কোম্পানি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারের নানা আয়োজন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত উপভোগ করেছে সাধারণ জনগণ। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশী সংগঠন আলনূর কালচারাল সেন্টার তরুণদের জন্য আয়োজন করে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট।
দোহার স্থানীয় মিউজিয়াম পার্কে দিনভর খেলাশেষে বক্তব্য রাখেন সংগঠনের গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক আমিনুল হক,ইভেন্ট ব্যবস্থাপক ইব্রাহিমসহ অনেকেই। দিবসটি সরকারি ভাবে ছুটি ঘোষণা করায় কাতারের আমির শেখ তামীম বিন হামাদ আল থানি'কে ধন্যবাদ জানান আয়োজকরা।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর