থাইল্যান্ডের পাতায়ায় গিয়ে নিখোঁজ হয়েছেন এক বাংলাদেশি পরিবারের তিনজন। তারা হলেন উম্মে হাবীবা রাজিয়া খাতুন মুক্তি, তার মেয়ে আরজুমান্দ ও ছেলে নুরুল।
এ বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন রাজিয়া খাতুনের স্বামী ব্যবসায়ী মো. জাবেদ আবসার চৌধুরী।
এ বিষয়ে গত ১৮ ফেব্রুয়ারি পাতায়া থানা থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে অভিযোগও দায়ের করা হয়েছে। কাউন্সিলর এ.কে.এম মনিরুজ্জামান স্বাক্ষরিত ওই অভিযোগে বলা হয়, উল্লিখিত তিন জন গত সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা