দালালের মাধ্যমে বিদেশ গিয়ে নির্যাতনের শিকার হওয়া সুমী ভালো আছেন। তিনি খুব দ্রুত দেশে ফিরবে। এক ভিডিও বার্তায় তাকে উদ্ধার করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সেই সুমী আক্তার।
সুমী আক্তারের সেই ভিডিও বার্তাটি এসেছে বাংলাদেশ প্রতিদিনের হাতে।
ভিডিওটিতে দেখা যায়, সুমী সবাইকে সালাম দিয়ে বলছেন আমি সুমী আক্তার, আমি বাংলাদেশি। আপনারা সবাই জানেন আমি মৃত। আসলে আমি মৃত না বেঁচে আছি। আমি খুব দ্রুত দেশে ফিরবো। সরকার আমাকে উদ্ধার করেছে এজন্য সরকারকে ধন্যবাদ জানাই।
বিডি প্রতিদিন/ফারজানা