জেল হত্যা দিবস স্মরণে পর্তুগাল আওয়ামী লীগের উদ্যোগে ৫ নভেম্বর লিসবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে।
পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে এক মিনিট নিরবতা পালন করার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
এ সময় বক্তব্য দেন পর্তুগাল আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন, মাঈন উদ্দিন মাষ্টার, এ্যাডঃ মাহবুব হোসেন, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, সাবেক সভাপতি শিবলু, অল ইউরোপ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক নওশাদুর রহমান ইমন, প্রচার সম্পাদক আরিফ হোসেন মাসুম প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের নির্বচন কমিশনার আবদুর রাজ্জাক, হাবিবুর রহমান, উপদেষ্টা আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক জিল্লু রহমান, মো. রাশেদ, অল ইউরোপ বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সহ-সভাপতি আশরাফুল আলম রাসেল, পর্তুগাল ছাত্রলীগের জাহিদ হাসান সোহাগ সোহেল আহম্মেদ নওস্বাদুর রহমান ইমন, সোহেল রানা, কামরুল হাসান লিজু, এ এইচ নোভেল, সেলিম আহম্মেদ,আক্তার হোসেন, নুরুল ইসলাম রাজিব, রিজভী আহম্মেদ প্রমুখ।
সভার শেষে ১৯৭৫-এর ১৫ আগস্ট ও ৩ নভেম্বর বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাসহ নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা