ফ্রান্সের রাজধানী প্যারিসে মুন্সিগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। বিক্রমপুরের শতাধিক প্রতিনিধিদের উপস্থিতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
প্যারিসের গার্দ নর্দে স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠানের প্রথম অধিবেশনে আলোচনা সভার আসাদ আলম ব্যাপারীর সভাপতিত্বে ও রুহুল আমিন আব্দুল্লার পরিচালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
অনুষ্ঠানে আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ইকবাল হাওলাদার রিপনকে সভাপতি , টি এম রেজাকে সাধারণ সম্পাদক ও শেখ চঞ্চলকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন আতাউর সরকার, মমতাজ আলো, আপেল, মনির খান, শাহাবুদ্দিন, রানা চৌধুরী, আওলাদ হোসেন প্রমুখ।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এ সংগঠনের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান পাশে থাকা ও দেশে গরীব দুস্থ মানুষের কল্যাণের কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি প্রতিদিন/ফারজানা