ইতালির রোমে যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোমের তরপিনতারাস্থ রসই রেস্টুরেন্টের হলরুমে এই পরিচিতি সভা হয়।
যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা ও নব নির্বাচিত সভাপতি মাফিজুল ইসলাম রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওসমান গনির সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির সাবেক সভাপতি, ধূমকেতুর কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বাংলাদেশ সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এমডি রিয়াজ হোসেন, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি ইতালির সভাপতি সাখাওয়াত হোসেন, ঢাকা জেলা সমিতির সাধারণ সম্পাদক সামির হোসেন সাদিক, বাংকার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মোঃ আবদুল্লাহ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ সাধারণ সম্পাদক শাহ্ আলম, জালালাবাদ সমিতির (সিলেট) সভাপতি অলি উদ্দিন শামীম, সিলেট যুব সংঘের সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুল।
এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা তাফসির আলম, সিনিয়র সহ সভাপতি আবু আহমেদ শহীদুল্লা,আ. হান্নান, মনির হোসেন, ১নং সদস্য সরওয়ার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক মোল্লা খোকন, সাইফুল আলম রুবেল, রফিক রনি, প্রচার সম্পাদক মাজরুহ আহমেদ লিংকন, উপদেষ্টা শহিদুল হক রিন্টু, আব্দুল হাই, শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ আরিফ উদ্দিন, ক্রিয়া সম্পাদক জনি রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল