সম্প্রতি মদীনা তাইবাহ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবে একটি জীবন্ত সাপের চলাফেরা দেখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের সেফিটি অ্যান্ড সিকিউরিটি বিভাগ সাপটিকে ধরতে সক্ষম হয় এবং সেখান থেকে সাপটি সরিয়ে নেয়া হয়। তবে সাপটির কোন দাঁত ছিলো এবং সাপটি বিষাক্তও ছিল না।
এই বিষয়ে গঠিত একটি তদন্ত কমিটি বলছে, একজন মেয়ে শিক্ষার্থী তার সহকর্মীদেরকে ভয় দেখানোর জন্য সাপটি কম্পিউটার ল্যাবে ছেড়ে দিয়েছিলো।
মেয়েটির বরাত দিয়ে তদন্ত কমিটি বলছে সাপটি বাহিরের কোন দেশ থেকে আনা হয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী বিদেশে ঘুরুতে গিয়ে নিয়ে এসেছিলো।
এরকম কর্মকাণ্ডের জন্য ঐ শিক্ষার্থীকে শাস্তির মুখোমুখি হতে হবে জানিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ