জার্মানির রাজধানী বার্লিনের বাঁশ ও এটিকে ঘিরে জীবিকা নির্বাহকারী মানুষদের গল্প নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রামাণ্য চলচ্চিত্রটি দেখতে প্রেক্ষাগৃহ ফিল্মকুন্সট ৬৬-এ ছিল উপচেপড়া ভীড়। 'বাঁশ বৈভব' নামের সেই প্রামাণ্যচিত্রটি নির্মাণ করেছেন শাহীন দিল রিয়াজ।
এ প্রামাণ্যচিত্রে দেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট ও ফেঞ্চুগঞ্জের গহীন বনের বাঁশ সুরমা নদী ও কুশিয়ারা নদী হয়ে নারায়ণগঞ্জের বৈদ্যের বাজারে ও অন্যান্য লোকালয়ে কীভাবে আসে তা তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রবাসী দর্শকরা প্রামাণ্যচিত্রটির প্রশংসা করেছেন।
এর আগে বাংলাদেশের চট্টগ্রামের জাহাজভাঙা শিল্পের শ্রমিকদের নিয়ে লোহাখোর, প্রোজেকশনিস্টসহ আরো বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র তৈরি করেছিলেন শাহীন দিল রিয়াজ।
বিডি প্রতিদিন/ফারজানা