যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক কাউন্টির 'সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক পরামর্শক পর্ষদ'র সদস্য হলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চৌধুরী। আটলান্টিক কাউন্টিতে প্রথমবারের মতো কোন এশিয়ান আমেরিকান এই পদে নিয়োগ পেলেন।
সম্প্রতি অনুষ্ঠিত আটলান্টিক কাউন্টির ফ্রি হোল্ডারদের সভায় সর্বসম্মতিক্রমে সুব্রত চৌধুরীর নিয়োগ অনুমোদন করেন। আগামী তিন বছর পর্যন্ত তিনি এই পদে আসীন থাকবেন।
এই পর্ষদ'র সদস্যরা আটলান্টিক কাউন্টির প্রাচীন সংস্কৃতি ও ঐতিহ্য সংগ্রহ, সংরক্ষণ ও প্রসারের ব্যাপারে কাউন্টি প্রধান নির্বাহীকে পরামর্শ দিয়ে থাকেন।
আটলান্টিক সিটির চেলসি হাইটসে বসবাসরত ও আটলান্টিক কাউন্টি গভর্নমেন্টের অধীনে হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত
সুব্রত চৌধুরী। সাংবাদিকতার পাশাপাশি ছড়া, গল্প লিখে থাকেন, অনুবাদক হিসাবেও তার খ্যাতি আছে। আবৃত্তি শিল্পী হিসাবেও তার সদর্প বিচরণ রয়েছে। বাংলাদেশ এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, এলায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আসাল), ন্যাশনাল এসোসিয়েশন ফর দ্য এডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পয়েটস কালেকটিভ, হিসপ্যানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টির সাথে যুক্ত থেকে সামাজিক কর্মকাণ্ডে নিজেকে ব্যাপৃত রেখেছেন।
বিডি প্রতিদিন/ফারজানা