বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন।
জাতির জনকের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আগামী ২৮ ও ২৯ মার্চ নিউইয়র্ক সিটির লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠেয় 'বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলন'র হোস্ট কমিটির সভা অনুষ্ঠিত হবে রবিবার (১৯ জানুয়ারি)। ওইদিন জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে এ সভা অনুষ্ঠিত হবে।
সন্ধ্যা ৬ থেকে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে হোস্ট কমিটি ও উপ-কমিটিসমূহের সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, সম্মেলন কমিটির সদস্য-সচিব জাকারিয়া চৌধুরী জানিয়েছেন, মুজিব বর্ষ উপলক্ষে গৃহিত কর্মসূচিকে সাফল্যজনকভাবে সম্পাদনের স্বার্থে বীর চট্টলার সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হাসানকে বঙ্গবন্ধু বাংলাদেশ সম্মেলনের যুগ্ম সদস্য-সচিব এবং ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসেবে প্রদায়ন করা হয়েছে।
উল্লেখ্য, এই সম্মেলন কমিটির আহ্বায়ক হচ্ছেন নিউজার্সির সিটি কাউন্সিলম্যান (ডেমক্র্যাট) এবং মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী। প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া।
বিডি প্রতিদিন/এনায়েত করিম