নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টারে বসবাসরত মোহাম্মদ আতাউর রহমান (৬৫) নামে এক বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২১ জানুয়ারী মঙ্গলবার জ্যাকবি হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আতাউর রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার ছিরামপুর গ্রামে।
জানা গেছে, গত শনিবার রাত ১০ টার দিকে নর্থ ব্রঙ্কসে রাস্তা পারাপারের সময় পিছন দিক থেকে একটি গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাকে জ্যাকবি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মঙ্গলবার মারা যান।
শুক্রবার (২৪ জানুয়ারী) পার্কচেস্টার জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত জয় সন্ধ্যায় নিউজার্সীর মুসলিম কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সিলেট দক্ষিণ সুরমা সমিতি নিউইয়র্ক-এর অন্যতম উপদেষ্টা আতাউর রহমানের মৃতু্তে শোক প্রকাশ করেছেন সংগঠনের সভাপতি ইস্তাকুল হোসেন এবং সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ। এক বিবৃতিতে তারা মরহুমের বিদেশী আত্মার মাগফেরাত কামনা করে ঘাতক ড্রাইভারের শাস্তির দাবি করেছেন।
বিডি প্রতিদিন/হিমেল