কুড়াল দিয়ে কুপিয়ে ও গুলি করে তিন কর্মকর্তাকে হত্যা করেছে এক রুশ সৈন্য। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় এলাকা বোরোনেজের নিকটে একটি সামরিক ঘাঁটিতে এ ঘটনা ঘটে। খবর সিএনএনের।
তদন্তে জানা গেছে, ৯ নভেম্বর ভোর সাড়ে ৫টায় ওই সৈন্য অস্ত্র ছিনিয়ে নিতে এক কর্মকর্তাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তার সহকর্মীদের গুলি করে। তাদের দুইজন মারা গেছে এবং একজন আহত হয়েছে।
এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। তবে তিনি কেন এমন ঘটনা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি। তার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা