কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবুর বড় বোনের অকাল মৃত্যুতে দোয়া মাহফিল করেছে কাতার আওয়ামী লীগ।
সংগঠনের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শাহজাহানের সভাপতিত্বে এতে স্মৃতিচারণ করেন কাতার আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন মোল্লা, সহসভাপতি আজাদ চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মশিউর রহমান মিঠু, আকবর হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, আবুল হাসেম, অর্থ সম্পাদক এম এ আলম বাবলু, ক্রীড়া সম্পাদক মোঃ মিলন, শ্রমিক লীগ সভাপতি তাজুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, রাজ রাজিব, কাতার আওয়ামী লীগের সদস্য কাজী আশরাফ, মোঃ ফারুক, আতিকুল মাওলা মিঠু, সেলিম রেজা, মোঃ আকাশ, বাবলু মহাজন, লিমন, মিজানসহ আরো অনেকে।
সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবুর বড় বোনের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা মকবুল হোসেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ