নাইজেরিয়ার আবুজায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন উৎসাহ ও উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস উদযাপন করেছে। দিনের কর্মসূচির অংশ হিসেবে ১৬ ডিসেম্বর ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন হাইকমিশন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের শহীদ সদস্যবৃন্দ ও ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
ধারাবাহিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে হাইকমিশন মিলনায়তনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। শুরুতে ভারপ্রাপ্ত হাইকমিশনার, মিশনের কর্মকর্তা/কর্মচারী ও প্রবাসী বাংলাদেশিরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্ম এবং মুক্তিযুদ্ধের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার বিদোষ চন্দ্র বর্মন বাংলাদেশের স্বাধীনতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অবিসংবাদিত ভূমিকাসহ মুক্তিযোদ্ধা ও অত্যাচারিত মা-বোনদের ত্যাগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও নাইজেরিয়ার নাগরিক ছাড়াও হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর শহীদদের রুহের মাগফেরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা