মালয়েশিয়াস্থ প্রবাসী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ প্রেসক্লাব অব মালয়েশিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক, ফেনী সমিতি মালয়েশিয়ার সাংগঠনিক সম্পাদক ও মালয়েশিয়াস্থ দাগনভূঞা প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরণের বাবা আবদুল মালেকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (৯ জানুয়ারি)।
গত বছরের এই দিনে বার্ধক্যজনিত কারণে ফেনীর দাগনভূঞা পৌরসভার ৩ ওয়ার্ডের ইয়ারপুর গ্রামের নিজবাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আবদুল মালেকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুমা পরিবারের পক্ষ হতে দাগনভূঞা আল নূর জামে মসজিদে (বড় মসজিদ) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শনিবার পার্শ্ববর্তী এলাকার একটি এতিমখানায় কোরআনখানি, দোয়া মাহফিল ও এতিমদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে।
বন্ধু, স্বজন, শুভাকাঙ্ক্ষীসহ সকলের নিকট বাবার জন্য দোয়া কামনা করেছেন জহিরুল ইসলাম হিরণ।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ