অস্ট্রেলিয়া দিবস এবং অস্ট্রেলিয়ার আদিবাসীদের নির্যাতনের ইতিহাসের ওপর বাংলাদেশিদের নির্মিত একটি ক্ষুদে তথ্যচিত্র ক্যানবেরা শর্টফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হতে যাচ্ছে। রেমন্ড সোলায়মানের পরিচালনায় এবং শিমুল সিকদারের সিনেমাটোগ্রাফি ও সম্পাদনায় ক্ষুদে তথ্যচিত্র “What is Australia Day?” ক্যানবেরা শর্টফিল্ম ফেস্টিভ্যালে চূড়ান্ত তালিকায় মনোনীত হয়েছে।
আগামী বুধবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার ডেন্ডি সিনেমা হলে প্রদর্শিত হওয়ার পর এটি সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় যোগ দেবে। এই শর্টফিল্মে ৮ বছর বয়সী আদ্রিতা আকাশের অভিনয়ের সাথে যোগ হয়েছে শামা রেইনের জাদুকরী কণ্ঠ।
শর্টফিল্মের তত্ত্বাবধানে ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের বিখ্যাত অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত রিয়াজ আহমেদ। পরিকল্পনা সহযোগিতায় ছিল বাংলাদেশি প্রতিষ্ঠান পিঙ্ক ক্রিয়েটিভ। ক্ষুদে তথ্যচিত্রটির নির্মাতাসহ অধিকাংশ কলাকুশলী বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়া প্রবাসী।
বিডি প্রতিদিন/এমআই