কুয়েতে নতুন করে করোনার সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত রবিবার সংবাদ মাধ্যমকে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ২৪০ জন করোনাভাইরাস (কোভিড -১৯) এ আক্রান্ত হওয়ার পাওয়া গেছে।
এবছরের সেপ্টেম্বরের শেষের দিক থেকে শুরু করে ডিসেম্বর এর প্রথম দিকেও কোভিড -১৯ এর আক্রান্তের সংখ্যা ছিলো তুলনামূলক অনেক কম। গত সাপ্তাহ থেকে হঠাৎ শতাধিক এর উপরে সংক্রমণ সংখ্যা বেড়েই চলছে। তবে মৃতের সংখ্যা নেই বললেই চলে।
বিডি-প্রতিদিন/শফিক