অস্ট্রেলিয়ার অন্যতম বৃহৎ সংগঠন কৃষিবিদ অস্ট্রেলিয়ার বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন গত ১২ ফেব্রুয়ারি (শনিবার) সিডনীর কোগরাহ স্কুল অফ আর্টসে অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বনাম ধন্য কৃষি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কৃষিবিদ অস্ট্রেলিয়া প্রতিষ্ঠিত হয়েছিল। ওইদিন সকাল সাড়ে ৯ টায় বার্ষিক সাধারণ সভার পর সকাল ১১ টা ২০ মিনিট থেকে দুপুর ২ টা ২০ মিনিট পর্যন্ত টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন ড. আনোয়ারুল ইসলাম বকশী।
নির্বাচনে মনোয়ার-জাহেরুল এবং পারভেজ-সিরাজুল পরিষদ অংশগ্রহণ করে। ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার মনোয়ার-জাহেরুল প্যানেল থেকে ১২ জন এবং পারভেজ-সিরাজুল প্যানেল থেকে ৩ জনকে বিজয়ী ঘোষণা করেন।
বিজয়ীরা হলেন, সভাপতি মো: মনোয়ার হোসেন, সহ সভাপতি জিয়াউল হক বাবলু, সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম, কোষাধ্যক্ষ ড. এম এ কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক ড. শহিদুল হক, সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সম্পাদক ড. রঞ্জনা সরকার ছবি, প্রচার সম্পাদক আশরাফ উদ্দিন। সদস্যবৃন্দ ড. মাকসুদুল বারী, পরমেশ ভট্রাচার্য, এবিএম শামুজ্জামান, আবুল হোসেন সরকার, ডা. লাভলী রহমান, ড. মোঃ হানিফ মিয়া ঝিলু, মাকসুদা বেগম ও আবদুল মোতালেব।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর কৃষিবিদ অস্ট্রেলিয়ার নব নির্বাচিত সভাপতি মো: মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাহেরুল ইসলাম বলেন, অস্ট্রেলিয়াতে এই সংগঠনকে সার্বজনীন ও গতিশীল করতে নিরলস ভাবে কাজ করে যাবো। যাতে আগামীতে সব কৃষিবিদরা একটি পরিবারের সদস্য হয়ে উন্নয়নমূলক কাজ করতে পারে।
আগামীতে এই সংগঠনকে একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করার মনোভাব নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাসরত কৃষিবিদদের মধ্যে নিবিড় বন্ধুত্ব, সৌর্হাদ্য, একে অপরের প্রতি সহযোগিতা, কৃষিবিদ ইনস্টিটিউশন অস্ট্রেলিয়া, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও এসএইউ এলামনাই এর মধ্যে সমন্বয় সাধন, সংগঠনের সদস্য সংখ্যা বৃদ্ধি, সংগঠনের অনলাইন ও সোস্যাল মিডিয়াকে আরও শক্তিশালী এবং কৃষিবিদ শিক্ষার্থীদের বৃত্তি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচীর প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনে অংশগ্রহণকারী দুটি পরিষদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন