সিডনীর ওআইলি পার্কে প্রবাসী বাংলাদেশি সংগঠন উইমেন্স এসোসিয়েশনের আয়োজনে গত ১৩ (রবিবার) ফেব্রুয়ারি উদযাপিত হলো বসন্তবরণ উৎসব। সিডনীর দূর দূরন্ত থেকে ফাগুন প্রেমী নারীরা বিভিন্ন রকমের মুখরোচক দেশীয় খাবার, পিঠা পুলি, কেক, মিষ্টি ও পানীও নিয়ে যোগ দিয়েছিল বসন্ত বরণ আনন্দ উৎসবে।
ফাগুনের নানা রকম মুখরিত গান ও আনন্দ কলকাকলিতে ভরে উঠছিলো পার্কটি। গানে অংশ নিয়েছিলেন মারিয়া মুন, শাহানা এবং এনি সহ আরও অনেকে। নৃত্যশিল্পী মৌসুমী সাহা এবং কাকলি নৃত্য পরিবেশন করে সকলের মনোরঞ্জন করেন।
এছাড়া ক্যান্টারবুরি ব্যাংকসটাউন কাউন্সিলর সাজেদা সানজিদা এবং ফাগুন হাওয়া টিমের তিশা তানিয়ার অংশগ্রহণ অনুষ্ঠান কে আরো আনন্দ ময় করে তোলে।
মেয়েদের এবং শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ছিল বালিশ খেলা। অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়। অত্যন্ত মজাদার খাবার, ছবি তোলা এবং ফাগুনের গান ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ।
প্রবাসী বাংলাদেশী উইমেন্স এসোসিয়েশন এই অনুষ্ঠান উদযাপন করেছিল যাতে নারীরা কিছুটা সময়ের জন্য একসাথে ফাগুনের নির্মল আনন্দ উপভোগ করতে পারে। এই অনুষ্ঠান উন্মুক্ত ছিল সব নারীদের জন্য।
অনুষ্ঠানের শেষে সংগঠনটির প্রধান ফেরদৌস সুলতানা এবং সেক্রেটারি পলি ফরহাদ অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন