ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। রবিবার অস্ট্রিয়ার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে বাংলাদেশের সঙ্গে মিল রেখে একুশের প্রথম প্রহরে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত।
পরে দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ পুস্পস্তবক অর্পন করেন। এছাড়াও দূতাবাসের আমন্ত্রিত অতিথি, স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও অস্থায়ী শহিদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। শুরুতেই ভাষা শহিদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বানী পাঠ করা হয়।
আলোচনা সভায় রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ, ভাষা শহীদ এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। রাষ্ট্রদূত সবাইকে একুশের চেতনা ও মূল্যবোধকে ধারন করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ, ভাষা শহীদগণ ও মুক্তিযুদ্ধের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা ও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ