টরন্টো কনস্যুলেট জেনারেলের নব নিযুক্ত কনস্যাল জেনারেল মোহাম্মদ লুৎফর রহমানের সাথে (২৫ ফেব্রুয়ারি) শুক্রবার এক মতবিনিময় সভায় মিলিত হন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার নেতৃবৃন্দ।
শেপার্ড অ্যাভিনিউয়ের কনস্যুলেট জেনারেল অফিসে এই মতবিনিময় সভায়। কনস্যাল জেনারেল বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডার কর্মকাণ্ড ও কার্যক্রম সম্পর্কে জানতে চান। ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির সংগঠনের কর্মকাণ্ড ও কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন।
তিনি জানান, ফাউন্ডেশন বঙ্গবন্ধুর সংগ্রামী রাজনৈতিক জীবনের বিভিন্ন বিষয় ও তাঁর নেতৃত্বে দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের গৌরবোজ্জ্বল ইতিহাস কানাডিয়ানদের সামনে তুলে ধরতে সচেষ্ট রয়েছে। কানাডায় জন্ম নেওয়া ও বেড়ে উঠা পরবর্তী প্রজন্মকে এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট করার প্রয়াসও চালিয়ে যাচ্ছে। তিনি জানান, বঙ্গবন্ধুকে নিয়ে লিখালিখি, সেমিনার, ডকুমেন্টারি, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ বিভিন্ন কর্মসূচী গ্রহণের পাশাপাশি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার যাদুকরী নেতৃত্বে পরশে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাওয়া বাংলাদেশের অর্জন, প্রাপ্তি, খ্যাতি ও বিভিন্ন বিষয় কানাডা প্রবাসীদের কাছে প্রচার করার কার্যক্রম চালাবে বঙ্গবন্ধু ফাউন্ডেশন। বঙ্গবন্ধু ফাউন্ডেশন কানাডা এ ব্যাপারে কনস্যাল জেনারেলের সহযোগিতা কামনা করলে তিনি তাতে সম্মতি দেন।
মতবিনিময় কালে বাঙালি কমিউনিটিতে এন ভি আর (নো ভিসা রিকয়ার্ড) বিষয় নিয়ে সম্প্রতি যে অসন্তোষ দেখা দিয়েছে সেই ব্যাপারেও কনস্যাল জেনারেলের সাথে নেতৃবৃন্দের আলোচনা হয়। কানাডিয়ান পাসপোর্টধারীদের এন ভি আর নেওয়ার ক্ষেত্রে বৈধ বাংলাদেশী পাসপোর্ট থাকার বাধ্যবাদকতায় সৃষ্ট জটিলতা ও জরুরি ভিত্তিতে বাংলাদেশে যাবার প্রয়োজনীয়তায় করনীয় নিয়েও আলোচনা হয়। সাধারণত বাংলাদেশি পাসপোর্টের আবেদন করলে পেতে দুই থেকে তিন মাস সময় লাগে। সে ক্ষেত্রে জরুরী ভিত্তিতে দেশে যেতে হলে বাংলাদেশী পাসপোর্টের আবেদনকারী আবেদনের রিসিপ্ট প্রদর্শন সাপেক্ষে এন ভি আর গ্রহণ অথবা নূন্যতম দুই মাস মেয়াদী ভিসা নিয়ে দেশে যেতে পারবে বলে কনস্যাল জেনারেল নেতৃবৃন্দকে অবহিত করেন।
কনস্যাল জেনারেলকে সহযোগিতা করেন কনসাল ফাহমিদা সুলতানা। ফাউন্ডেশনের পক্ষে সভাপতির সাথে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহির আহমেদ জনু, দপ্তর সম্পাদক মৃণাল কান্তি তালুকদার ও অর্থ সম্পাদক রাজু আহমেদ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন