সিডনিতে আগামী ২০ মার্চ (রবিবার) একুশে একাডেমি আয়োজিত বইমেলায় প্রবাসী নাট্য সংগঠন সখের থিয়েটার হুমায়ুন আহমেদের ‘স্বপ্ন বিলাস’ নাটকটি মঞ্চস্থ করবে। নাটকটির নির্দেশনায় শাহীন শাহনেওয়াজ এবং অভিনয়ে আফসানা রুচি ও শাহীন শাহনেওয়াজ।
সিডনি প্রবাসী শাহীন শাহনেওয়াজ জানান, ‘প্রবাসে আমাদের ভাষা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা আগামী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এই প্রয়াস।’ তিনি অ্যাশফিল্ড পার্ক সিডনির একুশে মঞ্চে নাটকটি উপভোগ করার জন্য সবাইকে আহবানও জানিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজমুল