কেক কাটাসহ নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায়, আনন্দমুখর পরিবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করেছে বাহরাইনে বাংলাদেশ দূতাবাস। দিবসের শুরুতে স্থানীয় মানামায় স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাস প্রাঙ্গণে সকল কর্মকর্তা কর্মচারী ও কমিউনিটির নেতৃবৃন্দের নিয়ে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মদ নজরুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
পরে সবার উপস্থিতিতে রাষ্ট্রদূত দূতাবাসে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাজ্ঞাপন করেন। এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণীগুলো পৃথক পৃথকভাবে পাঠ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এএ