সিঙ্গাপুরে বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করেছে। সকালে চ্যান্সারী ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন হাইকমিশনার মো. তৌহিদুল ইসলাম।
এসময় বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন হাইকমিশনের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। দিবসটি উপলক্ষে প্রদত্ত বাণীসমূহ পড়ে শোনানো হয়। প্রদর্শিত হয় ডকুমেন্টারি। এছাড়া বঙ্গবন্ধু, ১৫ আগস্টের কালরাতে নিহত তার পরিবারের সদস্যরা এবং মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দিবসের আলোচনায় নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দেওয়ার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। জাতির জনকের জন্মবার্ষিকীতে এই মহামানবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে হাইকমিশনার তার বক্তব্যের সূচনা করেন।
বাঙালি জাতির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধাপে বঙ্গবন্ধুর সংগ্রাম, ত্যাগ, বিচক্ষণতা, দূরদর্শীতা ও গঠনমূলক নেতৃত্বের কথা উল্লেখ করে ভবিষ্যতের কান্ডারি হিসেবে আজকের শিশুদের গড়ে তুলতে জাতির জনকের আদর্শে তাদের প্রতিপালনের ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
শিশুদের জন্য একটি নিরাপদ বিশ্ব গড়ে তুলতে হাইকমিশনার সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দিবসের তাৎপর্যের ওপর সিঙ্গাপুর প্রবাসী শিশু-কিশোরদের মাঝে চিত্রাঙ্গন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে হাইকমিশনের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই