শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস, ব্রাসেলস।
বৃহস্পতিবার নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করে বাংলাদেশ দূতাবাস, ব্রাসেলস।
অনুষ্ঠানে বেলজিয়াম ও লুক্সেমবার্গে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউরোপিয়ান ইউনিয়নে মিশন প্রধান মাহবুব হাসান সালেহ বলেন, বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামময় জীবন ও আদর্শ পরবর্তী প্রজন্মসহ বিশ্ব দরবারে সকলের কাছে পৌঁছে দিতে সবাইকে একত্রে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর ‘স্বপ্নের সোনার বাংলা’র দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছে এবং উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দিবসটির গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনায় বেলজিয়াম ও লুক্সেমবার্গে বসবাসরত বাঙালি কমিউনিটির সদস্যগণ স্বাধীন বাংলাদেশ গঠনে জাতির পিতার নিরলস সংগ্রাম, তার আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস প্রবাসে বসবাসরত শিশু-কিশোরদের মধ্যে আরো গভীরভাবে প্রোথিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে দিনের মূল অনুষ্ঠান শুরু হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণীসমূহ পাঠ করা হয়।
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর কর্তৃক পরিবেশিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর নির্মিত ‘Bangabandhu Forever in our Hearts’ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগ কর্তৃক শিশুদের জন্য উপযোগী বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি গ্রাফিক ডকুমেন্টারি উপস্থিত অতিথিদের সামনে প্রদর্শন করা হয়।
দিবসটি উপলক্ষে গত ১২ মার্চ শিশু-কিশোরদের অংশগ্রহণে দূতাবাসে আয়োজিত কবিতা, চিত্রাঙ্কণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সকলের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
দূতাবাসের উদ্যোগে ব্রাসেলসের বেপস ইন্টারন্যাশনাল স্কুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলটিতে বিশ্বের চল্লিশটিরও বেশি দেশের শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত সালেহ শিশু শিক্ষার্থীদের সঙ্গে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে পরিচয় করিয়ে দেন। বঙ্গবন্ধুর ওপর নির্মিত একটি গ্রাফিক ডকুমেন্টারি শিশুদের জন্য উপস্থাপন করা হয়।
অনুষ্ঠান শেষে শিশুদের হাতে ‘মুজিব গ্রাফিক নভেল’-এর ইংরেজি অনুবাদ তুলে দেয়া হয়।
দিনের শুরুতে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ দূতাবাস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন