সিডনিতে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (এএমডব্লিউসি) আজ এক অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের নবনির্বাচিত কাউন্সিলরদের সম্মাননা প্রদান করেছে।
হালকা নাস্তা পরিবেশনের পর সেন্টারের পেশ ইমাম হাফেজ আব্দুল হাদি তানভীরের কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সেন্টারের সভাপতি ড. আনিসুল আফসারের সভাপতিত্বে ও সাদিকুর খান মুনের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলের মেয়র জর্জ গ্রেইস। অনুষ্ঠানে সেন্টারের পক্ষ থেকে নব নির্বাচিত কাউন্সিলর জর্জ গ্রেইস, মাসুদ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম খলিল মাসুদ ও ডারসি লাউনডকে সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।
মেয়র ও কাউন্সিলরগণ তাদের সংক্ষিপ্ত বক্তৃতায় অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের ফিউনারেল পার্লার সহ সব ধরণের প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। পরে সিটি কাউন্সিলের মেয়র জর্জ গ্রেইস সেন্টারটি ঘুরে দেখেন।
অনুষ্ঠানে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টারের সদস্যবৃন্দ ও তাদের পরিবার, কমিউনিটির নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দুপুরের খাবার পরিবেশনের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন